কাগজের এই ফুল করছি যতন
গন্ধ নেই তবু যেন মানিক রতন।।
এই ফুল কাছে পাই দু'হাত বাড়ালে
ছোঁয়া দিলে হাসে যেন গভীর আঁড়ালে।
সুখ মেলে যেন সেই আগের মতন।।
মেঠো পথে একা প্রাণে গোধূলি বেলায়
মেতে থাকি আজো যেন স্মৃতির খেলায়।
কত জন ভুলে বলে হয়েছে পতন।।
মন খুলে আজো হাসি গভীর নিশিতে
প্রাণে লাগে সুখ ঢেউ বিরহ পিরিতে।
গানে গানে উঠে কথা নিভছে দহন।।
রচনা কাল : ১৬/১১/২০১৮ ইং