কাঁদালে আমায় শুধু মিথ্যে ভালবেসে
ভাসালে নয়ন জলে মিটিমিটি হেসে।।
গিয়েছো আমায় ভুলে পর ঘরে গিয়ে
পেয়েছো সুখের স্থান এই প্রাণ নিয়ে।
বুঝবে আমায় তুমি জীবনের শেষে।।
জানতে হৃদয় জুড়ে ছিল হাহাকার
বলেছি বললে কথা সুখ আসে ধার।
তবুও হারালে তুমি এত কাছে এসে।।
রাঙানো মনের কথা বলে ছিলে কত
ভাবছি যতই বসে ব্যাথা পাচ্ছি তত।
ঘুরছি ঠিকানা হীন স্বপ্নে নানা দেশে।।
রচনা কাল : ২৯/০১/২০১৯ ইং