জলে ডোবা তরী আমি শুধু ডুবে যাই
কোন কিনারের আশে স্বপ্ন দেখে যাই।।


জীবনের ধূলো পথে যাবো আর কত
বুকে আছে দুঃখ নদী সাগরের স্রোত।
এই মন ভালবেসে নিস্ব হয়ে যায়
জীবনের কোন ক্ষণে ছুটি নাই পায়।
কোথাও কোন ডালায়  হল না রে ঠাই।।


কত জনে ছলনায় ভালবাসে এসে
বুক ভরা দুঃখ শুনে চলে যায় হেসে।
তোলে না কেউ তো টেনে ব্যথা পাবে বলে
আসে না কেউ তো পাশে দূরে দূরে চলে।
জীবনের কোন পথ দুঃখ ছাড়া নাই।।


রচনা কাল : ১৬/০৪/২০১৮ ইং