জীবনের সব মিছে


জীবনের সব মিছে সবই তো পর
কি হবে সুখের ছলে বেঁধে আর ঘর।।


মাটির আঁধার ঘরে কেমনে ঘুমায়
ধীরে ধীরে মাটি হয়ে কোথা মিশে যায়
ভাবতেই প্রাণ কাঁদে ভয়ে থর থর।।


কি হবে রূপের প্রেম আজ মারা গেলে
বুঝবে সেদিন তুমি কি ভুবনে পেলে
নানা ছলে কেন সুখ বুকে নিলে ভরে।।


রচনা কাল : ১২/০৬/২০১৮ ইং