জীবনের শেষ ঘন্টা এই বুঝি বাজে
মন তাই বিরহের রঙে এত সাজে।
শৈশবের খেলা আর যৌবনের মেলা
কেটে গেছে হাসি মুখে যেন সারা বেলা।।
চলে গেলে সেই দিন ফিরে নাহি আসে
স্মৃতি হয়ে দু'নয়নে সারাক্ষণ ভাসে।
ইচ্ছে হলে মন থেকে যায় নাহি ফেলা।।
ভুল গুলো ছিল ফুল হয়ে গেছে কাঁটা
শক্ত ছিল বুক হাড় দেখি আজ ফাঁটা।
সবে তাই করে যায় বড় অবহেলা।।
রচনা কাল : ০৫/১২/২০১৮ ইং