জীবনের শেষ প্রান্তে যদি দেখা হয়
প্রাণ খুলে কথা বলে জুড়াবো হৃদয়।।
তৃষিত হৃদয় খানি পেলনা তো জল
জল দিতে সবে যেন করে শুধু ছল।
জানা নেই কবে আর জুড়াবে হৃদয়।।
ভুলে গেছে প্রাণ প্রিয়া ব্যথা শুধু দিয়ে
ছলনায় সুখ দিয়ে সব গেছে নিয়ে।
মন তবু তার সাথে মিলাবে হৃদয়।।
রচনা কাল : ০৬/০৩/২০১৮ ইং