জীবনের পথ ঘাট দুঃখ দিয়ে ঘেরা
যে করিবে দুঃখ পাড় সে যে হবে সেরা।


আমি তো আর পারি না দুঃখ পাড়ি দিতে
কষ্ট মাঝে ডুবে আছি সুখ ভবে নিতে।
সেথা হতে ওঠা হবে বেয়ে কবে বেড়া।।


আঁধারের মাঝে আছি কত দিন হল
কেউ এসে বলল না আলো দিকে চল।
সত্য পথ ভুলে আমি করি ঘুরাফেরা।।


রচনা কাল : ০৬/০৫/২০১৮ ইং