জীবনের নৌকা চলে ভরা যমুনায়
ক্ষণে ডোবে ক্ষণে জাগে ক্ষণে ধেয়ে যায়।।
হাল ধরি যত্ন করে তবু যায় ছেড়ে
ঢেউ সাথে পাল্লা দিয়ে উঠি নাহি পেড়ে।
পাখি বুঝি উড়ে উড়ে সুখ খুঁজে পায়।।
প্রেম এসে দুঃখ এসে বাঁধে বুকে বাসা
স্বপ্ন এসে দু'নয়নে দেয় শত আশা।
নিশিরাতে প্রাণ যেন কত কিছু চায়।।
হাসি কান্না দিয়ে সব সাজে যেন ঘর
নিজ লোক ভুলে গিয়ে হয়ে যায় পর।
ভাবনাতে সব কথা আজ দোল খায়।।
রচনা কাল : ০৫/১১/২০১৮ ইং