জীবনের এত ব্যথা প্রাণে নাহি সয়
বেঁচে থাকা এ ভুবনে শুধু অভিনয়।।
এভাবে চলার দিন হবে শেষ কবে
কষ্ট গুলো স্বর্ণ হয়ে গলে ঝুলে রবে।
সেই দিন আসে না ক কত দূরে রয়।।
বুকটা কান্নায় ভরে অশ্রু শুধু ঝরে
চুপিসারে একা তাই বসে রই ঘরে।
এত কষ্ট জ্বালা দেখে লাগে আজ ভয়।।
রচনা কাল : ১১/০৯/২০১৮ ইং