জীবনের দুঃখ গুলো যদি বাসি হয়
সেই কষ্ট তীব্র জ্বালা হয় না তো ক্ষয়।।


জীবনের কোন ক্ষণে সুখ যদি আসে
বিরহের স্মৃতি গুলো নাহি মনে ভাসে।
তবু যেন মৃদু স্বপ্ন পিছে পিছে রয়।।


মনে পড়ে মাঝে মাঝে একেলা যখন
সেই স্মৃতি প্রাণে প্রাণে ছোঁয় যে তখন।
ধূসর হলেও তবু বুকে নাহি সয়।।


রচনা কাল : ০৪/০৫/২০১৮ ইং