জীবনে মরণে শুধু তোর থেকে যাবো
শয়নে স্বপনে তবে সুখ মনে পাবো।
জানিনে পীরিতি কথা তাই দূরে থাকি
কল্পনা ডায়েরি ভরে তোর ছবি আঁকি।।


বুঝলে হৃদয় খানি জানি পাশে রবি
আদর সোহাগ দিবি যত আছে সবি।
হয়নি আসল কথা রয়ে গেছে বাকি।।


জানাবো কেমন করে লাজে মরে যাই
প্রেমের আগুনে প্রাণ পুড়ে হল ছাই।
এভাবে চললে যেন পড়ে যাবো ফাঁকি।।


রচনা কাল : ২০/১০/২০১৯ ইং