ঝরে গেছে কিছু ফুল আর কিছু ভুল
প্রেম রঙ কারো সাথে নেই কোন তুল।
সুখ আসে তৃপ্তি আসে এই প্রেম সুরে
ব্যথা ভরা প্রাণ খানি যায় ভেসে দূরে।।


যার বুকে প্রেম নেই তার নেই মন
পশু পাখি ছাড়া দাম নেই কোন বন।
প্রেম ছাড়া শূন্যতায় ভরা বুক জুড়ে।।


কথা মাঝে সুখ আসে মেলে বড় শান্তি
দূর হয়ে যায় যত মনে থাক ক্লান্তি।
চুপিসারে থেকে কেউ যায় শুধু পুড়ে।।


রচনা কাল : ১৬/১২/২০১৮ ইং