ঝরালে শ্রাবণ যেন এ দু'টি নয়নে
বিরহের কান্না কেউ নাহি বুঝি শোনে।।
একা একা চুপি সাড়ে গভীর নিশিতে
ডাকি যে শুধু তোমায় যেন বুকে নিতে।
আসলে না কোন দিন দুঃখ তাই মনে।।
বাসো নি ভাল আমায় গেছো তাই দূরে
বুকটা আগুনে যায় কেমনে যে পুড়ে।
সুখ আমি পাবো না তো আর কারো সনে।।
রচনা কাল ঃ১৯/০৮/২০১৮ ইং