যে জীবন চলে যাচ্ছে
যে জীবন চলে যাচ্ছে স্মৃতি হয়ে রবে
সুখ নেই শুধু জ্বালা আছে এই ভবে।।
যখন সুখের দিন আসবে আমার
এই ব্যথা বারে বার কাঁদাবে আবার।
মিছে হবে এত কষ্ট বলবে যে সবে।।
কেউ নেই পাশে মোর শুধু একা একা
ঘর কোণে বসে থাকি খেয়ে শত ছ্যাকা।
দুঃখ নিতে আসবে সে কাছে আর কবে।।
রচনা কাল : ১৮/০৬/২০১৮ ইং