জানালার পাশে বসে ভাবি নিরালায়
জীবনের সব স্মৃতি আঁধারে দেখায়।।


কষ্টের ভুবন বুঝি আমার হৃদয়ে
ভালবেসে মন যেন গেছে ক্ষয়ে ক্ষয়ে।
গভীর নিশিতে চাঁদ জ্বলে নিলিমায়।।


কথা বলা প্রাণ আজ গেছে যেন থেমে
সুখ চেয়ে মন প্রাণ দুঃখ পেল প্রেমে।
সবাই ঘুমায় সুখে আঁধার বেলায়।।


রচনা কাল : ২৭/০৬/২০১৮ ইং