জানালার ধারে বসে ভাবি আনমনে
মন পেতে করে সবে চেষ্টা প্রাণপণে ।।
কাঁঠাল গাছের পাশে চাঁদ যেন হাসে
গুনগুন শব্দ যেন হাওয়ায় ভাসে।
কার ডাকে যেন মন যায় প্রেম বনে।।
দক্ষিণা হাওয়া আসে গভীর নিশিতে
আহ্বান করে সে তো মজতে পীরিতে।
আঁধারে হৃদয়টারে বাঁধি কার সনে।।
রচনা কাল : ০৬/১০/২০১৮ ইং