জানা আছে এক বেলা কথা নাহি হলে
দাঊ দাঊ করে বুকে অগ্নি শুধু জ্বলে।
জেনে শুনে চুপিসারে থাকো বসে দূরে
মনটারে বারে বার দাও কেন পুড়ে।।


ফোন বন্ধ রেখে তুমি পাও বুঝি সুখ
হাহাকারে প্রাণ জ্বলে কালো হয় মুখ।
গান বাজে মনে প্রাণে বিরহের সুরে।।


দিন যায় রাত আসে নাহি ফিরে আসো
মধু ভরা মিষ্টি ঠোটে কোথা গিয়ে হাসো?
সারাক্ষণ থাকো বসে তবু বুক জুড়ে।।


রচনা কাল : ২৭/০১/২০১৯ ইং