জাগো জাগো জাগো সবে দেরি নাহি আর
প্রাণ বন্ধু খেয়াতরী দিচ্ছে বলে পাড়।।
পাশাপাশি থাকো সবে বয় সুখ ধারা
গানে গানে আজি প্রাণ হবে আত্মহারা।
সেই সুখে সুখী হতে আসো এই ধার।।
আকাশের পাখি দেখো চারদিকে ঘুরে
নদী জল বলো খুলে আছে কত দূরে।
বুক মাঝে উঠে থামে ঝড় বার বার।।
অপেক্ষাতে পায়চারী কত আর করি
হৃদয়ের ভাজে ভাজে শুধু কথা ধরি।
এলো বুঝি দেখো চেয়ে হাসি মুখ তার।।
রচনা কাল : ০৭/১২/২০১৮ ইং