ইচ্ছে করে সারাক্ষণ পাশাপাশি রই
মনে যত কথা জাগে চুপিসারে কই।
বহু দূরে থাকো তুমি আসো নাহি ধারে
বুক জুড়ে তাই জ্বালা ধীরে ধীরে বাড়ে।।
কত দিন রবে বন্ধু এত দূরে গিয়ে
চাই শুধু ভালবেসে কাছে যাও নিয়ে।
এক স্বপ্ন দু'নয়নে সাজে বারে বারে।।
কবে হবে পূর্ণ আশা কেউ নাহি জানে
অন্য কারো হবে নাক এই মন মানে।
তবু যেন এই বুক হাহাকার ছাড়ে।।
রচনা কাল : ১৭/০১/২০১৯ ইং