হৃদয়ের ছোট্ট ঘরে ছোট্ট এক বধূ
ভালবাসা তার জন্য বুকে আছে শুধু।।
দূরে এলে তার থেকে বুকে জ্বালা ধরে
কাজে নাহি মন বসে এই বহু দূরে।
ছুটে যেতে মন চায় তার কাছে শুধু।।
স্বপ্ন জুড়ে মন জুড়ে শুধু তার গান
বুকে বাজে কত সুর ভরে যেন প্রাণ।
ভাবনাতে ফিরে ফিরে আসে যেন শুধু।।
রচনা কাল : ১০/০২/২০১৮ ইং