হৃদয়ের গান যদি কভু থেমে যায়
সেদিন মরণ এসে ডাকবে যে আয়।।
তুমি আছো বহু দূরে ওই কৃষ্ণপুরে
তবু আছো প্রাণ জুড়ে বিরহের সুরে।
ভুলতে পারিনি বলে কান্না শুধু পায়।।
তুমি কি আমায় ভাবো আগেরই মত
পর হয়ে দুঃখ দিয়ে সুখী তুমি কত।
এতটুকু সেই হাসি প্রাণ শুধু চায়।।
রচনা কাল : ১০/০৯/২০১৮ ইং