হৃদয় বোঝেনি কেউ অশ্রু চোখে ঝরে
দিবানিশি ভাবি শুধু বিছানায় পড়ে।।


দেহ মন গেছে ভেঙে কোন শক্তি নাই
ছলনাতে যার কাছে কিছু সুখ পাই-
সেও গেছে ছেড়ে বলে কষ্টে প্রাণ মরে।।


ছুটে যাই কত দূরে ভাঙা তরী বেয়ে
মাঝ পথে নীলাকাশে থাকি শুধু চেয়ে।
এমন সময় চোখে ঘুম চেপে ধরে।।


রচনা কাল : ২০/১০/২০১৮ ইং