হল না মনের মত , মন এই ভবে
যা কিছু আছে আমার দিবো কাকে কবে।।


ব্যথা নেই সুখ আছে হাসি আছে মুখে
কি জানি কি দেখে লোকে ভাবে নেই সুখে।
লুকিয়েছি সব ব্যথা তাও দেখে সবে।


যখন থাকি একেলা মন কাকে খোঁজে
বেদনার সুর শুধু এই প্রাণে বাজে।
জানি না মনের সাধ মিটবে কি ভবে।।


রচনা কাল : ০৪/০৩/২০১৮ ইং