হে খোদা বন্ধু আমার রোগ মুক্তি দাও
তারে এত কষ্ট দিয়ে কেন যে কাঁদাও।।


তার ব্যথা এ হৃদয়ে তোলে তীব্র ঝড়
ভয় লাগে তুমি যদি করে দাও পর।
এত জ্বালা সয় না রে সুখ তুমি পাও।।


তার কান্না ভেঙে বুক করে চুরমার
ঘুমহারা দু'টি চোখে রাত্রি করে পার।
দিও না যন্ত্রণা আর কষ্ট তুলে নাও।।


রচনা কাল : ২১/০৮/২০১৮ ইং