হাসি দিলে এই প্রাণে বড় সুখ লাগে
হৃদয়ের ভাজে ভাজে প্রেম বুঝি জাগে।।


আশা দিলে বুকে বেঁধে সুখী কত হই
অপেক্ষাতে পথে ঘাটে চুপিসারে রই।
এত প্রেম এই বুকে ছিল নাহি আগে।।


মিষ্টি কন্ঠে কথা শুনে মন ভরে যায়
তার ছোঁয়া পেলে মন কত গান গায়।
ফুল ফোটে শত শত এই মন বাগে।।


একদিন দূরে গেলে চোখে ঝরে জল
দেহে যেন নাহি থাকে কোন শক্তি বল।
পাগলের বেশে ঘুরি তাই যেন রাগে।।


রচনা : ১৪/১১/২০১৮ ইং