হারিয়েছো তুমি বলে চোখে ঘুম নাই
আঁধারে একেলা বুক পুড়ে হয় ছাই।।
কত দিন চলে যায় দেখা নাহি হয়
প্রেম দিয়ে কার মন করে নিছো জয়।
আমার এ মন কাঁদে দিবানিশি তাই।।
জানি আর আসবে না ফিরে এই ধারে
হবে না আপন বুঝি গিয়ে পরপারে।
দু'জীবনে হলে পর ব্যথা শুধু পাই।।
রচনা কাল : ২৩/১০/২০১৮ ইং