হারানো দিনের মত গত হয়ে গেলে
জানিনা সুখের ছোঁয়া কতটুকু পেলে।।


যতই ডাকবো আর কাছে নাহি পাবো
আঁধারে লুকিয়ে রবে যত খুঁজে যাবো।
স্মৃতির কিনার ধরে অশ্রু যাই ফেলে।।


হৃদয় বাঁধন গেছো ছিঁড়ে সেই কবে
মায়াবী কথার ঝুলি কেন সাথে রবে।
ভুলতে চাইলে দেয় অগ্নি বুকে জ্বেলে।।


পুড়তে পুড়তে মন হয়ে গেছে শেষ
জীবন জলের ধারা তবু বয় বেশ।
এভাবে বাঁচতে হয় ভবে দুঃখ ঢেলে।।


রচনা কাল : ২৩/১২/২০১৮ ইং