হারানো দিনের কথা আছে কি গো মনে
পুরনো কথার ছল ভাসে কি নয়নে।।


কি ক্ষতি করেছো তুমি জানা না আমার
ভেবে দেখ নিরালায় মিলিয়ে অন্তর।
হয়তো আসতে পারে তোমার স্মরণে।।


কত যতনে তোমায় সাজিয়ে ছিলাম
কত সুখের আশায় স্বপ্ন বাঁধিলাম।
শেষ হয়ে গেল সব ছোট্ট এ জীবনে।।


রচনা কাল : ০৫/০৩/২০১৮ ইং