হাজার বছর পরে যদি দেখা হয়
দেখবে সেদিন তুমি আছি অপেক্ষায় ।।
যদি নদী যায় ভুলে সাগরের মায়া
বৃক্ষ যদি যায় ভুলে মৃত্তিকার কায়া-
সেদিনও রবে তুমি মোর ভাবনায়।।
পাখি যদি আর গান নাহি গায় বনে
ফুল যদি নাহি ফোটে বসন্তের দিনে-
সেদিনও পাশে পাবে ডাকলে আমায়।।
রচনা কাল : ১৮/০৪/২০১৮ ইং