গভীর রজনী এলো আমার দুয়ারে
হারিয়ে গেল সবই যেন গো আঁধারে।।
শেষ হয়ে গেল মোর জীবনের ছন্দ
ভুলে ভুলে প্রাণ যেন হয়ে গেল মন্দ।
হাহাকারে ভরে গেল যেন বারে বারে।।
ব্যথা পেয়ে এই মন থাকে আজ চুপ
দেখে যায় আঁধারের যেন কত রূপ।
দুঃখ আসে নিশিদিনে ভাবনার ধারে।।
রচনা কাল : ২৫/০৫/২০১৮ ইং