গরীব বলে আমার কষ্ট শুধু রবে
টাকা ছাড়া কোন কিছু মিলবে কি ভবে।।


টাকা যদি থাকে কাছে লোক থাকে পাশে
টাকা নাই বলে সবে দেখে মোরে হাসে।
কেমনে চলবো আমি একা একা ভবে।।


টাকা ছাড়া কোথা গেলে নেই কোন দাম
দূরে ঠেলে দিয়ে বলে নাই তোর কাম।
পদে পদে শুধু জ্বালা সুখ পাবো কবে।।


রচনা কাল : ০৭/০৫/২০১৮ ইং