গোধূলি লগণে কত রেখেছো আশায়
সব কথা লেখা আছে স্মৃতির পাতায়।।
খেয়াঘাটে আজো বসে থাকি মাঝে মাঝে
ব্যথা লাগে হৃদয়ের প্রতি ভাজে ভাজে।
আসলে না বৃষ্টি দিনে সে ছাতা মাথায়।।
কলেজের পথে তুমি আসবে না আর
হবে না ক খেয়াঘাটে আর পারাবার।
প্রেম তাই ব্যথা হয়ে সামনে আগায়।।
রচনা কাল : ০৮/১০/২০১৮ ইং