ফুল বনে ফুল সখী আসে না ক আর
বাসে না কো ভাল কেউ হয়ে একাকার।।
নিশিরাতে বাঁশি বাজে মেঠো পথ ধারে
বিরহের সুরে প্রাণ কাঁদে বারে বারে।
পাবে না ক মন তারে ছেড়ে গেছে দ্বার।।
আকাশের দূর তারা মিটিমিটি চায়
আঁধারের প্রাণে হাসে কেন জানি হায়।
ছলনাতে পড়ে মন কাঁদে ঝারে ঝার।।
রচনা কাল : ২১/০৬/২০১৮ ইং