ফজরের ডাক শুনে উঠো তাড়াতাড়ি
ঘুম ভেঙে নামাজেতে দাও মন ছাড়ি।।


এই ক্ষণে ঘুম দিলে দিন ছোট  হবে
কাজ কর্মে সব খানে পিছে পড়ে রবে
পদে পদে জ্বালাতন কষ্টে যাবে হারি।।


তৃপ্তি নাহি পাবে কভু এই পৃথিবীতে
অর্থ দিয়ে বাঁধো মন কেবা সুখ নিতে।
শান্তি পাবে কুরানের পথে দিলে পাড়ি।।


যত করো রঙঢঙ তত করো পাপ
একদিন যাবে ছুটে সব মিথ্যে দাপ।
সত্য এসে প্রাণটারে নিয়ে যাবে গাড়ি।।


রচনা কাল : ০৬/১২/২০১৮ ইং