ফিরে দেখা ওই মুখ দিয়ে ছিল সুখ
সেই মুখ আজ যেন দেয় শুধু দুখ।
যে মুখের হাসি দেখে হাসতো নয়ন
সেই হাসি আজ মনে বাড়ায় দহন।
কল্পনাতে সেই হাসি দেখে না তো চোখ।।
দূরে গিয়ে ভাল আছো, আছো মহা সুখে
হৃদয়ের কান্না আর দেখ না তো চোখে।
ভুলে গিয়ে সুখী হলে বুঝে ওই মুখ।
রচনা কাল : ১১/০৩/২০১৮ ইং