ফিরে আর আসবো না তোমার দুয়ার
ব্যথা দিলে প্রাণ ভরে তুমি বারে বার।।


কি দোষ ছিল আমার বললে না তুমি
সে দোষের ক্ষমাটাও করলে না তুমি।
ঘৃণা করে পেলে নাকি সুখ শত বার।।


দাম দিয়ে কিনে ফুল দিলে কেন ফেলে
হৃদয়ের দাম তাতে কিছু কি গো পেলে।
ব্যর্থতা ফুলের নয় তোমার অন্তর  ।।


রচনা কাল : ০৯/০২/২০১৮ ইং