ফেসবুকে ভালবাসা পাঠাবো তোমায়
নিশিরাতে এসো চ্যাটে মন যদি চায়।।
মেসেজের প্রতিটিতে আদর সোহাগে
ফুটাবো ফুল তোমার হৃদয়ের বাগে।
মনে করে জেগো আজ রাত বারোটায় ।।
সুখে সুখে যাবে ভরে আজ দুটি প্রাণ
দু'জনার মনে আজ বাজবে যে গান।
রাত বলে তাড়াতাড়ি আয় চলে আয়।।
রচনা কাল : ১৫/০৭/২০১৮ ইং