ফেসবুকে পরিচয় ঘটে দু'জনার
কথা বলে দিবানিশি করে দেয় পার।।
মনে মন মিলে গেলে করে শুধু ভয়
কিভাবে মিটবে আশা দু'জনায় কয়।
এত দূরে পিতামাতা মানবে কি আর।।
দূরত্ব কিছুই নয় এই যুগে এসে
প্রেমে মজে নিশি রাতে যায় শুধু হেসে।
যত বাঁধা আসুক না মানবো না হার।।
রচনা কাল : ১০/১০/২০১৮ ইং