এত ভালবাসো বলে এত কাছে আসি
একদিন না দেখলে অশ্রু জলে ভাসি।।


কাল সারাক্ষণ শুধু গেছি কান্না করে
বললে না কথা বলে মন যায় মরে।
ধীরে ধীরে দুঃখ কত আসে রাশি রাশি।।


আজ ফোন দিলে বলে সুখে ভরে মন
হৃদয়ের তৃষা মিটে হাসে দু'নয়ন।
আনন্দে তাই তোমায় বলি ভালবাসি।।


রচনা কাল : ০৩/০৯/২০১৮ ইং