এতটুকু ভালবেসে ছেড়ে যেতে চাও
মন ভরে ভালবাসা তবু নিয়ে যাও।
কিছু নাহি চাই আমি পাও কেন ভয়
পর ঘরে গেলে চলে প্রাণ হবে ক্ষয়।।


ফোনে কথা বলে বুকে ফুটে ছিল ফুল
দূর হতে কাছে চেয়ে হয়ে গেছে ভুল।
ভেবে গেছি প্রেম শুধু বড় মধুময়।।


টাকা ছাড়া অন্ধ সবে বন্ধ সব ধার
মন দিয়ে মন পেতে মেলে তাই হার।
ভুলে যদি মেলে কভু নাহি হয় জয়।।


রচনা কাল : ১২/১২/২০১৮ ইং