এত টুকু ভালবাসা চাইছে সবাই
পেতে যেন বুকটারে করছে জবাই।
ফুল দেখে হতে চায় ভ্রমরা সকলে
স্বপ্ন বাঁধে মধু নিবে নিজের দখলে।।
কারো সাধ চিরকাল গোপনে কাঁদায়
নিশিরাত জানে প্রেম কতটা ভাবায়।
সব সুখ আছে জানি প্রেমের বগলে।।
আশা গুলো নিরাশায় জ্বালায় অন্তর
তবু তারে নিয়ে কোন উঠবো বন্দর।
মিথ্যে প্রেমে চারদিক ভরেছে নকলে।।
রচনা কাল : ২০/১২/২০১৮ ইং