এত রুপ ওই চোখে বোঝে নি হৃদয়
তাহলে তো প্রেম হত আরো আগে জয়।।


কথা মাঝে মৃদু হাসি নিচু রয় মুখ
সেই ক্ষণে মন জুড়ে লাগে বড় সুখ।
বার বার মন চায় দেখা যত হয়।।


একবার দেখা হলে বার বার ভাবি
মন বলে কোথা গেলে তারে পরে পাবি।
অপেক্ষায় থেকে মন পায় বড় ভয়।।


রচনা কাল : ২৪/০৪/২০১৮ ইং