এত ডাকি প্রাণ বন্ধু নাহি কাছে আসে
মুঠোফোনে কথা বলে প্রাণ খুলে হাসে।।


সত্যি নাকি মিথ্যা প্রেমে নিয়ে নিল মন
ভেবে আজ মাথা যেন ঘুরে ভনভন।
নিশিরাতে দেখা স্বপ্ন থাকে যেন পাশে।।


গান গাই তার নামে একা চুপিসারে
মেসেঞ্জারে এলে কথা হয় বারে বারে।
মুখোমুখি হলে চুপ বুঝি ছলে ভাসে।।


তারে বোঝা বড় দায় আশা শুধু দেয়
রাত ভরে প্রেম পথে মনসুখ নেয়।
বধূ হবে এই কথা বলে প্রতি মাসে।।


রচনা কাল : ০৩/১২/২০১৮ ইং