এত বেশি ব্যথা দিবে জানা নাহি ছিল
পুড়ে পুড়ে মনটারে ছাই করে দিল।
কথা বলা ক্ষণ খুঁজে পায় নাহি আর
সত্যি করে ভুলে গেছে গিয়ে পর ধার।।
তার মনে কোন কিছু দেখি আর নাই
অশ্রু ভেজা চোখ দু'টি বলে তারে চাই।
আর নাহি হবে কথা দিনে বার বার।।
যত ভাবি তত কাঁদি বসে অন্ধকারে
বুক জুড়ে শুধু তৃষা প্রেম কেন হারে।
এত কষ্ট নাহি সয় যাবো পরপার।।
রচনা কাল : ২৯/১২/২০১৮ ইং