এসো ঈমানের পথে সত্যের সন্ধানে
চোখ রাখো দিবানিশি আল কোরআনে।।


আকাশে বাতাসে পাখি উড়ে সুখ পেয়ে
নদী চলে আঁকাবাঁকা দূর পথ বেয়ে।
কোকিল বসন্তে কেন মাতে গানে গানে।।


গাছে গাছে ফুল ফল কে দিল রে ভরে
মেঘ কেন বৃষ্টি হয়ে জমিনেতে ঝরে।
সূর্যের আলোতে কেন জ্বলে ওই চাঁনে।।


রচনা কাল : ২৪/০৭/২০১৮ ইং