এমন বাদল দিনে


এমন বাদল দিনে মনে পড়ে যায়
ভিজে ভিজে তরী নিয়ে গেছি দূর গাঁয়।।


নিলাকাশ কালো মেঘে ঢাকা সারাদিন
মনের আকাশে যেন করে চিনচিন।
কখন নামবে বর্ষা এই আঙিনায়।।


বর্ষণ মুখর দিনে মেঠো পথ ধারে
মহাসুখে গান গাই যেন বারে বারে।
সেই গান মন আজো শুনতে যে পায়।।


রচনা কাল : ১৭/০৬/২০১৮ ইং