একটা গান লিখেছি কাল নিশি রাতে
সেই গানে তোমাকেই ফুল দিছি হাতে।।
মিষ্টি হেসে সেই ফুল নিলে হৃদপুরে
তারপর ভালবাসি বলে গেলে দূরে।
সেই কথা একা বসে ভাবছি প্রভাতে।।
কি দারুণ মায়া ভরা ওই দুটি আঁখি
প্রেমে পড়ে মন বলে যত্নে বুকে রাখি।
কেমনে আজ হৃদয় মহাসুখে মাতে।।
রচনা কাল : ১৪/০৮/২০১৮ ইং