এখনো সে বন্ধু আছে জীবনের নায়
ঝড় বাতাসে কি আর ভুলবে আমায়।।
হাসি খুশি দিনটাতো চলছেই ভাল
কোনদিন কোন ভুলে হবে কি না কালো
সেই কথা ভেবে প্রাণ মৃদু মৃদু চায়।।
বন্ধু পেয়েছি আমার প্রতি গানে গানে
ভয় লাগে কেন জানি তবু এই প্রাণে।
সত্যিকারের সে বন্ধু যদি ভুলে যায়।।
রচনা কাল : ১৬/০৭/২০১৮ ইং