এখনো সে ভালবাসে মন বলে যায়
এখনো আমায় নিয়ে ভাবনা বাড়ায়।।
এখন ভুলেও আর হয় না তো দেখা
আছে শুধু মন জুড়ে হয়ে স্মৃতি রেখা।
শ্রাবণ এলে ধরায় তারে মন চায়।।
শৈশবের এই ঘাটে আজো আছে জল
তরী আছে লোক আছে তবু শূন্য ফল।
এই ঘাটে দু'টি মন কত সুখ পায়।।
রচনা কাল : ১৯/০৭/২০১৮ ইং