এখনো হয়নি কথা যেভাবে চেয়েছি
মনের ভেতর তাই যতনে রেখেছি।।


ভাবনাতে একা একা কত কিছু বলি
স্বপ্ন মাঝে কত পথ দু'জনায় চলি।
তোমার ছবি আঁধারে ফুটেছে দেখেছি।।


তুমি শুধুই আমার কে যেন বলেছে
ঘুমাতে পারি নি আমি রাতে কে ডেকেছে।
চুপে বলে সারাক্ষণ ভাল যে বেসেছি।।


রচনা কাল : ২৯/০৯/২০১৮ ইং